কয়েক মাস পূর্বে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা গণসংযোগে গেলে ভোটাররা নানা ধরনের দাবি তুলে ধরতো।
সকল বক্তব্য শুনে প্রার্থীর বক্তব্য ‘ভাই আগে ভোট দেন, জিতলে সব দিয়াম। ইনশাআল্লাহ আপনার এলাকায় কোন কিছুর অভাব হবে না। যা চাইবেন, তাই হবে।’ আরো কতো কথা। ভাবখানা এমন প্রার্থীর কাছে যেন আলাদিনের চেরাগ রয়েছে।
কিন্তু চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা গনসংযোগে গিয়ে এবার ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা এখানে ভোটার। অর্থাৎ এ ভোটাররা ক’মাস পূর্বে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এখন তারাই জেলা পরিষদের ভোটার।
জেলা পরিষদের কয়েকজন প্রার্থী এ প্রতিনিধিকে বলেন, ক’জন ভোটারের বক্তব্য “ভাই যা দেওয়ার আগেই দেন, হরে ভোট দিয়াম’। নির্বাচনে জয়ী হওয়ার জন্য রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, সরকারি বিভিন্ন প্রকল্প প্রদান ও উন্নয়নের আশ^াস দিচ্ছেন প্রার্থীরা।
অবশ্য জেলা পরিষদ নির্বাচনের এই ভোটাররাই ওইসময় নিজেদের নির্বাচনে জনগণকে এভাবে আশ্বস্ত করেছিলেন।
অসমর্থিত সূত্রের বক্তব্য অনেক অসাধু ভোটার প্রার্থীদের কাছে ভোট বিক্রির জন্য দর-দাম হাঁকছেন। অনেকেই আবার আজ (২৭ ডিসেম্বর) রাতকে জেলা পরিষদের ভোটারদের চাঁদ রাত হিসাবে দেখছেন।
আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সম ১: ০৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ