শীত এলেই বাড়ে সর্দি-কাশির সমস্যা। সর্দি-কাশি খুব সাধারণ রোগ। শীতের সময়ে এই রোগে বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকে। তবে সর্দি-কাশির সমস্যায় ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরোয়া উপায়ে এ রোগ ভালো হয়।
সর্দি-কাশি সমস্যায় মধু খেতে পারেন। নিয়ম মেনে মধু খেলে খুব সহজে সর্দি-কাশি ভালো হয়।
তবে এখন প্রশ্ন হলো মধু কীভাবে খাবেন?
যেভাবে খাবেন মধু-
১. এক গ্লাস কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ আদার রস মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খেলে এতে সর্দি-কাশি সমস্যা দূর হবে।
২. রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে উপকার পাবেন।
৩. দিনে ৩ বার করে ১ টেবিল চামচ মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকে।
৪. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ গোল মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে দিনে ৩ বার খেতে পারেন।
৫. চায়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আদার রস মিশিয়ে খেলেও সর্দি ও কাশি ভালো হয়।
৬. ১ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়।
৭. এক চা চামচ তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন। এত উপকার পাবেন।
৮. ১ বছর বয়সের নিচে শিশুদের মধু না খাওয়ানো ভালো।
বার্তা কক্ষ,৭ নভেম্বর ২০২০