Home / চাঁদপুর / যার মুখে মাস্ক নাই তার সঙ্গে কথা নাই
mask-
প্রতীকী ছবি

যার মুখে মাস্ক নাই তার সঙ্গে কথা নাই

যার মুখে মাস্ক নাই তার সঙ্গে কথা নাই। যদি থাকো সচেতন, মাস্ক পড়ো সারাদিন। এমন সব শ্লোগান নিয়ে চাঁদপুর শহরে শোভাযাত্রা আর মানববন্ধন করেছে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা। ৫ জুলাই রোববার  শহরের শপথ চত্বর, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকায় এসব কর্মসূচি পালন করে।

শতাধিক স্বেচ্ছাসেবক করোনা থেকে রক্ষা পেতে নানা সচেতনতামূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড আর পোস্টার নিয়ে শোভাযাত্রা বের করে। পরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকারের সামনে ঘণ্টা ব্যাপী মানব-বন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় তাদের সঙ্গে সংহতি জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এসময় তিনি বলেন, হাটে মাঠে ঘাটে এবং এবং যানবাহনে নিজেকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। সঙ্গে নিরাপদ দূরত্ব এবং সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে করোনাকে প্রতিহত করা কোনো কঠিন কাজ হবে না।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার প্রথমবারের মতো চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এমন অভিন্ন কর্মসূচি পালন করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, ৬ জুলাই ২০২০