বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে, সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করলে মানুষের পেট ভরবে না। সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের জন্য সহজ শর্তে ছোট ঋণ চালু করব, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করব। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।’
সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো পরিকল্পনাও নেই। সরকারে গেলে কী কী করবে, তা বিএনপিই প্রথম ধাপে ধাপে তুলে ধরছে।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব। কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সে সময় আবার কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে।
তিনি জোর দিয়ে বলেন, আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা।
জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন,কুমিল্লা-০৭ আসনের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৫আসনের প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা-০২আসনের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সাবেক এমপি মজিবুর রহমান মজু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণষ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা ও চাঁদপুর জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে কুমিল্লা চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর সমাবেশ শেষে তারেক রহমান দাউদকান্দির সমাবেশে যোগ দেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৫ জানুয়ারী ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur