যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে কেউ আশ্রয়-প্রশয় দিবেন না: শেখ ফরিদ আহমেদ মানিক

জেলা পর্যায়ে “সাম্প্রদায়িক সম্পীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, ইমামরা আমাদের সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ। ইমামরা কোন কথা বললে সকলে সেই কথা শুনেন বা মেনে চলার চেষ্টা করে। তাই সাম্প্রদায়িক সম্পীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে বিষয়ে প্রতি ওয়াক্ত নামেজে আগে একটু আলোচনা করলে ভালো হবে। সাম্প্রদায়িক সম্পীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শুধু ইমাম, প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিদের কাজ নয়। সমাজের সকলের দায়িত্ব সমাজ থেকে সকল অপরাধ দূর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী কখনো অপরাধকে আশ্রয়-প্রশয় দেয় না।

তিনি আরো বলেন, আমাদের সকলের দায়িত্ব এ সমাজকে ঠিক রাখা। আজকে ইসলামী ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে বলবো প্রত্যেক উপজেলায় গিয় এরকম সভা করার জন্য। আমরা চাই না বাংলাদেশ কোথাও কোন সন্ত্রাসবাদের উথান হউক। জুম্মার খুদবায় মানুষকে সচেতন করার জন্য আলোচনা করতে হবে। যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে কেউ আশ্রয়-প্রশয় দিবেন না। অভিভাকদের সচেতন করতে জুম্মার খুৎবায় কথা বলবেন। যারা ভালো মানুষ তারা সকলে এক সাথে মিলে মিশে কাজ করবো। আমরা সমাজে সকল ধর্মের লোক একসাথে বসবাস করি। একসাথে বিভিন্ন ধর্মের লোক থাকলে বুঝা যায়না কে কোন ধর্মের। সকলের প্রতি অনুরোধ আমরা সকলে মিলে চাঁদপুরকে উন্নয়নের দাঁড়প্রান্তে নিয়ে যাই।

স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মো. সেলিম সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু কিছু লোক পপাকান্ডা ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের চালিকা শক্তি হিসেবে কাজ করছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা প্রচারণা করছে। চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান জেলার তুলনায় অনেক ভালো রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনে ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শাহজান খান, শাহতলী কালিম মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ বিল্লাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হিন্দু ধর্মেন মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, খ্রিষ্টান ধর্মের পালক রোমীয় দাস প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ২৪ এপ্রিল ২০২৫

Share