চাঁদপুর

‘যারা বিজয়ী হতে পারেননি তাঁরা সবাই আমার ভাই’

‘এ বিজয় শুধু আমার নয়, জেলা পরিষদ নির্বাচনের সকল ভোটর, সমর্থক, দলের নেতাকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ এই বিজয়ের অংশীদার। এ বিজয় পুরো চাঁদপুরবাসীর। এ নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। নির্বাচনে আমরা এক পরিবারের তিন জন চেয়াম্যান পদে অংশগ্রহণ করেছি। যারা বিজয়ী হতে পারেননি তাঁরা সবাই আমার ভাই।’

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের চেয়াম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বিজয়ের সংবাদ শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আবেগভরা কন্ঠে জেলা পরিষদের নবাগত এ চেয়ারম্যান বলেন, ‘আমি আজকের এ বিজয় বঙ্গমাতা বেগম ফজিলতুননেছাকে উৎস্বর্গ কলাম। এ মুহূর্তে আমি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও এদেশের গণতন্ত্রের আন্দোলনে সকল শহীদের গভীরভাবে স্বরণ করছি এবং তাদের বিদেহী আত্মার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নির্বাচনের সকল ভোটরসহ চাঁদপুরবাসী আমাকে যে মাহন দায়িত্ব দিয়েছেন, কথা দিলাম তা নিষ্ঠার সাথে পালন করবো। অতিতের ন্যায় আগামি দিনেও আমি চাঁদপুরবাসীর পরামর্শ নিয়ে আমার কর্মপরিকল্পনা ঠিক করবো।’

জেলা আওয়ামী লীগের সাবেক এ সহ-সভাপতি আরো বলেন, ‘এ নির্বাচনে আমার দল বাংলাদেশ আওয়মী লীগ থেকে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। নির্বাচনে আমরা এক পরিবারের ৩ জন চেয়াম্যান পদে অংশগ্রহণ করেছি। যারা বিজীয় হতে পারেননি তারা সবাই আমার ভাই। আমি নির্বাচনে অংশ নেয়া সকলকে প্রাণভরা অভিনন্দন জানাচ্ছি। দায়িত্ব গ্রহণ করলে আমি তাদের সাথে নিয়ে এবং তাদের পরামর্শ নিয়ে কাজ করবো।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চাঁদপুরের সকল সাংবাদিককে নিজের পরিবারের মানুষ মনে করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামি দিনেও কোনো ভুলক্রটি থাকলে আপনার তা ধরিয়ে দিবেন। আপনাদের সকলের সহযোগিতায় চাঁদপুর জেলা পরিষদকে আমি একটি সেবামূলক ও উন্নয়নমুখি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা সহ স্থানী প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী চেয়ারম্যান পদে মোবাইল প্রতিকে ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকে নুরুল আমিন রুহুল পেয়েছেন ৪১৪ ভোট।

প্রতিবেদক- আশিক বিন রহিম ।। আপডটে,বাংলাদশে সময় ১২ : ১৪ এএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

Share