তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত চাঁদপুরে বই মেলা ও জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দীন।
এসময় তিনি বলেন, আমরা গতানুগতিক যেসকল অনুষ্ঠান করি। এবার তার চেয়ে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। এ জন্য এবারে ভিন্ন আঙ্গিকে তারুণ্যের উৎসব মেলা প্রাঙ্গনে বই মেলার এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বই মানুষকে আনন্দ দেয়। যারা বই প্রেমী, তারা বইয়ের মাঝে অনেক আনন্দ খুঁজে পান।
লেখকদের যে বেড়ে উঠার ক্ষেত্রে পাঠকদের অনেক ভূমিকা রাখা উচিত। কারন পাঠকরা বই না পড়লে লেখকরা লিখতে বা বই বের করার উৎসাহ পাবেনা। লেখকরা যদি দেখে তাদের বই পাঠরা পড়ছে, এতে তারা অনেক আনন্দ পায়, অনুপ্রেরনা পায়।
তিনি বলেন, আগের তুলনায় এখন কেনো মানুষ বই পড়ার প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে। তার কারন হলো লেখকদের এই বইয়ের বাহিরেও আরেকটি বই আছে, সেটি হচ্ছে ফেসবুক। কারন সেখানে মানুষ লাইভে অনেক কিছু দেখে। সে লাইভ থেকে মানুষ নিজেকে ফিরাতে পারছেনা। তারা মনে করেন, সামনে ভিডিওতে বা লাইভে যা সামনে আসছে বইয়ের থেকে সেটিই তাদের কাছে গুরুত্ব।
তিনি আরো বলেন, আশা করছি এবারের এই বই মেলাটি এখানে জমে উঠবে। কারনে মেলায় যারা আসেন, তাদের মধ্যে অনেকেই হয়তো যাওয়ার পথে দু, একটি বই কিনে নিয়ে যাবে।
এছাড়া চাঁদপুরে যেসব স্কুল কলেজ রয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমরা অনুরোধ করবো বই মেলা থেকে বই ক্রয় করতে। এমন একটি চিন্তা ভাবনাও আমরা করেছি।
বই মেলাতে তরুন প্রজন্মকে আনতে হবে। তাদেরকে বইয়ের প্রতি উৎসাহ যোগাতে হবে।
জুলাই আগস্ট নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছে। তারা নিজেরাও ভাবতে পারেনি যে তারা বিজয়ী হবে।
তারা যদি বিজয়ী না হতো তাহলে এই ইতিহাসটা হয়তো তাদের বিপরীতে থাকতো। এই জেলাতে যারা আন্দোলনে নিহত হয়েছে, ছাত্র সমন্বয়করা সেই শহীদ পরিবারকেও সহযোগিতা করেছে। লেখকরাই জুলাই আন্দোলনের ইতিহাস ফুটিয়ে তুলতে পারবে। লেখকদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেনো জুলাই স্মৃতি কর্ণার থেকে জুলাই-আগস্টের ইতিহাস তাদের লেখনীর মাধ্যমে বাঁচিয়ে রাখেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত জামিল সৈকতের সভাপতিত্বে ও সহাকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কবি ও লেখক কাদের পলাশ। এসময় বিভিন্ন পর্যায়ের লেখক ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৭ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur