Home / জাতীয় / রাজনীতি / যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির নামে ফায়দা লুটে!

যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির নামে ফায়দা লুটে!

বুধবার ০৩ জুন ২০১৫ :  ০৯:৪৩

শাহজাহান শাওন :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সরকার দলীয় লোকজন বলার চেষ্টা করছে, আমরা ইসলামী দল। কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ইসলামী দল নই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ধর্মহীন ছিলেন না। আমরাও ধর্মহীন নই, আমরা ধর্মহীনতায় বিশ্বাস করি না। যার যার ধর্ম পালন ও নিজেদের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব। এ সত্য সবার সামনে তুলে ধরতে হবে।’

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি এ সব কথা বলেন। জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বিএনপির এ নেতা বলেন, ‘যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতির নামে ফায়দা লুটতে চায় তারা ধর্মকে নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের থেকেও খারাপ।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে লালন করি। তার আদর্শ তরুণদের চেতনার মাঝে পুনর্জীবিত করি। কারণ গণতন্ত্রের মুক্তি আর স্বাধীনতার জন্য জিয়াউর রহমান ছিলেন অনন্য দৃষ্টান্ত।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌতম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমারসহ অন্যরা।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।