শাহরাস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউনের ম দিনে বেড়েছে যানবাহন, তার সাথে বেড়েছে জনগণের চলাচল। ৭ জুলাই বুধবার লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী।
শাহরাস্তি উপজেলায় সপ্তম দিনেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় কঠোর অবস্থানে থাকলেও এবং সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হোসেনপুর বাজার, শোরসাক বাজার, সুচিপাড়া বাজারসহ দোকানপাট খুলতেই দেখা যায়, এবং ধুমছে চলেছে বেচাকেনা।
তার সাথে চলছে প্রশাসনের সাথে খেলছে লুকোচুরি পুলিশ-সেনাবাহিনী প্রশাসনের গাড়ি দেখলে শাটার বন্ধ করে দৌড়ে চলে যায় এবং প্রশাসন চলে গেলে পুনরায় আবার দোকান খুলে বসে এতে লকডাউন এর চিত্র দেখা যায় ঢিলেঢালা।
তবে জরুরি পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
লকডাউনের ৭ম দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থানগুলোতে কঠোর লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছেন পুলিশ।
প্রতিবেদক: মো.জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur