যানবাহন চলাচলের অনুপযোগী চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক, সীমাহীন দুর্ভোগ

ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক। যার কারনে প্রায় এক দেড় বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকরা। সড়কের কয়েক গজ জায়গা যেনো মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

সরজমিনে দেখা গেছে, চাঁদপুর শহরের মিশন রোড হতে শুরু করে চাঁদপুর রায়পুর ফরিদগঞ্জ সড়ক লাগোয়া বঙ্গবন্ধু সড়কের শেষ মাথা পর্যন্ত বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে মা ও শিশু হাসপাতালের পূর্বস্থান থেকে হাজী বাড়ি সম্মুখ্য মডার্ণ হাসপাতাল পর্যন্ত সড়কটির একেবারেই করুন দশা। ওইস্থানে বৃষ্টির পানি এবং পৌরসভার সাপ্লাইর পানির পাইপ লিকেজ হয়ে সেই পানি জমে থাকতে দেখা গেছে। জমে থাকা পানির ওপর দিয়ে যান বাহন চলাচলের কারনে সড়কে থাকা পিরিজ ঢালাই এবং ইট বালি উঠে গিয়ে সড়কে অসংখ্য বড় বড় গর্ত সৃষ্টি হয়। কখনো কখনো ওই গর্তের স্থান দিয়ে ধীর গতিতে গাড়ি চালানোর সময় ভয়াবহ যানজটও সৃষ্টি হতে দেখা যায়। এমনকি এসব গর্তের কারণে অনেক সময় অনেক যানবাহন এবং অটোরিক্সা উল্টে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হতে দেখা গেছে। দুই সপ্তাহ পূর্বেও গর্তের ওইস্থান দিয়ে একটি অটোরিক্সা অন্য গাড়িকে সাইট দিতে গিয়ে বিভিন্ন মালামালসহ উল্টে পড়ে যায়। একই সাথে একটি বাইসাইকেল দুমুড়ে মুছড়ে যায়। কয়েক মাস পূর্বে সড়কের এই স্থানগুলোতে এমন পরিণতি দেখে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ সেখানে ইটের সুরকি ফেলে কিছুটা দুর্ভোগ কমালেও কয়েক দিন যেতেই বৃষ্টির পানি এবং সাপ্লাইর লিকেজ হওয়া পানিতে তা আবারো আগের রূপে ফিরে যায়। যার কারনে বঙ্গবন্ধু সড়কের ওই স্থানটিতেই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহন চালকরা। সড়কটির এমন বেহাল দশা নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।

জানা যায়, চাঁদপুর শহরে প্রবেশ করতে ভারী যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বঙ্গবন্ধু সড়কটি। এতে বিশাল বিশাল গর্তের কারণে ঝুঁকিপূর্ণ ভাবেই চলছে ছোট বড় যানবাহন গুলো। প্রায়ই দুঘর্টনার সম্মুখীন হচ্ছে ছোট বড় অসংখ্য যানবাহন।

বঙ্গবন্ধু সড়কটি উদ্বোধন হওয়ার পর থেকেই এ সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক, বাস, কর্ভাট ভ্যান, তেলের লড়ি, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে এসব যানবাহনের মধ্যে মালবাহী ট্রাক, কর্ভাট ভ্যান, তেলের লড়ি এবং পিকআপ ভ্যান বেশি চলাচল করে থাকে। যার ফলে প্রতি বছর খুব অল্প সময়ের মধ্যে সড়কটি বেহাল দশায় পরিণত হতে দেখা গেছে।

চাঁদপুর শহরে প্রবেশের সময় অন্যান্য সড়ক গুলোতে যানজট কমিয়ে আনার জন্য দীর্ঘ কয়েক বছর পূর্বে মিশন রোড হতে চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের সাথে সংযুক্ত করে এ সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু এখন প্রতিনিয়ত এ সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। যার ফলে সড়কটির এখন বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে মিশন রোডের পূর্ব দিকে এবং দর্জি ঘাটের পশ্চিম পাশে এই দুই এলাকার মধ্যবর্তীস্থানে মা ও শিশু হাসপাতাল সংলগ্নস্থান সহ বিভিন্নস্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পড়ে আছে। সড়কের এই স্থান দিয়ে যখন ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে। তখন অনেক ঝুঁকি নিয়ে চালকদের গাড়ি চালাতে হয়।

সড়কটি রক্ষার্থে এবং যান চলাচলের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন বলে মনে করছেন সচেতন মহল।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৫ জানুয়ারি ২০২৪

Share