চাঁদপুর

‘যানজট নিয়ন্ত্রণে চাঁদপুরে সিএনজির লাইসেন্স দেয়া বন্ধ’

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল জানিয়েছেন, ‘যানযট নিয়ন্ত্রণে নতুন করে সিএনজির লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। পৌর সভার লাইসেন্সকৃত অটোরিক্সার তালিকা তৈরি করতে হবে। চাঁদপুর শহরকে যানযটমুক্ত করতে আগামীতে কোন অটোরিক্সার লাইসেন্স দেয়া যাবে না। অটোরিক্সার মালিকরাই তা চালাতে হবে, কোন ভাবেই ভাড়া দেয়া যাবে না।’

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর সরকারি বেসরকারি কোন জাদুঘর নাই। জাতীয় জাদুঘর আমাদের নিকট তথ্য চেয়েছে। আশা করছি সহসায় তা বিবেচনা করবে কর্তৃপক্ষ। অতি শীগ্রই চাঁদপুর শহর সিসি ক্যামরার আওতায় আসবে। চাঁদপুরকে সর্ব ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে কাজ করে যাচ্ছি। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

চাঁদপুর শহরের সৌন্দর্যবর্ধনসহ উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ায় জেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ, জেলা সনাক সভাপতি কাজী শাহাদাত, সহকারী কমিশনার (ভূমি) সদর অভিষেক দাস, জেলা কালচারাল অফিসার আব্দুল্লা মো. আবু সালেহ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৪: ১০ পিএম, ১ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share