কচুয়া সাচার বাজারে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পথচারীরা

ঈদুল আজহাকে সামনে রেখে করোনাকালীন সময়েও সরকার লকডাউন শিথিল ঘোষণা করে বৃহস্পতিবার থেকে যান চলাচলের ঘোষণা দেয়। লকডাউন শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড তাপের মধ্যে সাচার বাজারে যানজটে নাকাল হয়ে পড়ে যাত্রী ও পথচারীরা।

মাত্র তিন মিনিটের এ বাজারের রাস্তা পেরুতে কয়েক ঘন্টা লেগে যায়। এতে করে দূর-পাল্লার গাড়ি,যাত্রী ও বাজারমুখী ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়ে।

সরেজমিনে আজ দুপুর ১২টার দিকে দেখা যায় সাচার দক্ষিণ বাজার সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে সাচার হাই স্কুলের পশ্চিম গেইট পর্যন্ত শতশত যানবাহন আটকে পড়ে।

সাধারণ যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, সাচার দক্ষিন বাজার থেকে উত্তর বাজার ব্রীজ পর্যন্ত সরকার ১৩ কোটি টাকা ব্যয়ে সিসিকরণ সড়ক প্রশস্তকরণ করলেও দু’পাশে অবৈধ ফুটপাট ব্যবসায়ী ও সিএনজি অটোচালকদের দাপটে যানজট সৃষ্টি হচ্ছে।

রাস্তা দখল করে অবৈধ ভাবে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলায় এবং অযথা যানবাহন রেখে রাস্তায় যানযট সৃষ্টি করছে।এ যেন দেখার কেউ নেই।

দিনের পর দিন এভাবে প্রভাবশালী মহল দোকানপাট দিয়ে রাস্তায় বন্ধ রাখায় ক্ষোভ দেখা দিয়েছে চালক,যাত্রী ও পথচারীদের মাঝে। দ্রুত অসাধু এ ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করে যানযট মুক্ত সাচার বাজার ঘোষণা দেয়ার সময়ের দাবিতে পরিনত হয়েছে।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,১৫ জুলাই ২০২১

Share