Home / চাঁদপুর / যাত্রী শুন্য চাঁদপুর লঞ্চ টার্মিনাল
Launch-Grhat
চাঁদপুর নদী বন্দর

যাত্রী শুন্য চাঁদপুর লঞ্চ টার্মিনাল

পূর্ব ঘোষণা দিয়ে বন্ধ থাকায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছিল যাত্রী শুন্য। এর ফলে আজ শনিবার ভোর থেকে চাঁদপুর-ঢাকা নৌপথের যাত্রীবাহী লঞ্চগুলো অনেকটা অলস সময় কাটাচ্ছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত থেকেই চাঁদপুর থেকে যাত্রীবাহী কোনো লঞ্চ রাজধানীর সদরঘাটের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে যায়নি।

এদিকে আজ শনিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ অলস হয়ে পড়ে থাকলেও সেখানে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি টার্মিনালে কোনো যাত্রীও দেখা যায়নি। তবে কিছু কিছু যাত্রীকে বিকল্প হিসেবে নারায়ণগঞ্জগামী ছোট ছোট লঞ্চে করে রাজধানীর উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।

অন্যদিকে সড়ক পথে চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী যাত্রী বাসও বন্ধ রয়েছে। ফলে বন্ধ থাকায় এই নিয়ে চাঁদপুর বাস টার্মিনালেও তেমন ভিড় দেখা যায়নি।

লঞ্চ চলাচল বন্ধ সম্পর্কে আজ শনিবার সকাল ৯টায় চাঁদপুর বন্দর কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক জানান, আপাতত চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা দেওয়া হলে ফের লঞ্চ চলাচল শুরু হবে।

বার্তা কক্ষ,১ ফেব্রুয়ারি ২০২০