Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / যাত্রী ছাউনীটি জনসাধারণের কল্যানে অবদান রাখবে : ইঞ্জি: মমিনুল হক
যাত্রী

যাত্রী ছাউনীটি জনসাধারণের কল্যানে অবদান রাখবে : ইঞ্জি: মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে একটি যাত্রী ছাউনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮অক্টোবর) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ-চেঙ্গাছাল রাস্তার মাথায় নবনির্মিত এ যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়। এই যাত্রী ছাউনীটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি লায়ন ইঞ্জি: মমিনুল হক।

তিনি বক্তব্য বলেন, এই যাত্রী ছাউনীটি স্থানীয় জনসাধারণের কল্যানে অবদান রাখবে। এটি শাহরাস্তি উপজেলা বিএনপি’র স্থানীয় জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন ভবিষ্যতে আমরা উন্নয়নমুলক কাজ করবো। ​​উদ্বোধন ফলকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া এবং সহ সভাপতি মো: আবু ইউছুফ রুপন পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজি, সাধারণ সম্পাদক – কিরন মুন্সি, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগর, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, ইউনিয়ন যুবদলের সভাপতি – মোঃ আলম, বিএনপি নেতা একরামুল হক প্রমুখ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৮ অক্টোবর ২০২৫