দু’শতাধিক যাত্রীবোঝাই প্রমোদতরিতে আগুন

ইতালির পতাকাবাহী একটি প্রমোদতরিতে আজ শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউরোফেরি অলিম্পিয়া নামের প্রমোদতরিটি গ্রিসের ইগোমেনিত্সা শহর থেকে ইতালির দিকে যাচ্ছিল। ভূমধ্যসাগরের আয়োনিয়ান সাগর দিয়ে যাত্রা করছিল প্রমোদতরিটি।

গ্রিসের বন্দর পুলিশ জানিয়েছে, প্রমোদতরিটিতে ২৩৭ যাত্রী ছিলেন। আর ক্রুসংখ্যা ৫১।

পুলিশ জানিয়েছে, যাত্রাপথে প্রমোদতরিটিতে আগুন লাগলে আরোহীদের নিরাপদে সরিয়ে আনতে তিনটি টাগ বোট ও তিনটি টহল নৌকা পাঠানো হয়।

পুলিশ জানায়,অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোফেরি অলিম্পিয়ার ক্যাপ্টেন যাত্রীদের প্রমোদতরিটি ছেড়ে যেতে বলেন।

প্রমোদতরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছেন,প্রমোদতরিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বার্তা কক্ষ
১৮ ফেব্রুয়ারি ২০২২,
এজি

Share