ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে চাঁদপুর থেকে লঞ্চ চলাচলের অনুমতি মিলেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ দিন দুপুর ৩ টা থেকে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে লঞ্চ প্রস্তুতি শুরু করেছে। তবে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রাখা হয়েছে।
২৭ মে বৃহস্পতিবার সকালে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্চিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দেয় সরকার। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতে চলে যাওয়ায় এ অনুমতি দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুর থেকে লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। বেলা ২টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আবহাওয়া জনিত সমস্যার কারণে ৩টায় ছেড়ে যাবে।

এছাড়া যাত্রীর উপর নির্ভর করে অন্যান্য লঞ্চ চলাচল করবে। তবে এক ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। এ কারণে চাঁদপুর-নারায়নগঞ্জ রুটের লঞ্চগুলো চলাচল করবে না।
এদিকে করোনার তীব্র সংক্রমণ প্রতিরোধে টানা ৪৯ দিন চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ছিল। গত ২৪ মে লঞ্চ চলাচল শুরু হলেও পরদিন ২৫ মে আবার তা বন্ধ হয়ে যায়। ২ দিন পর বৃহস্পতিবার আবার লঞ্চ চলাচল শুরু হলো।
প্রতিবেদকঃশরীফুল ইসলাম,২৭ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur