যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০ হাজার টাকার পলিথিন জব্দ

চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে শনিবার (১৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে ‘৬০ হাজার টাকা’ অবৈধ পলিথিন জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সা. লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম কামররুজ্জামান, পিও এর একটি অপারেশন দল রাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে।

এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি অভিাযান-৭ এবং সাত্তার খান-১ হতে ৪ শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা । জব্দকৃত নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সা. লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, নৌ -পথে অবৈধ মালামাল পাচার রোধে চাঁদপুর কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ পিএম, ১৭ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ

Share