যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলার জীবন বাঁচালো কোস্ট গার্ড

যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ‘‘মিতালি-৭’’ লঞ্চে থাকা এক গর্ভবতী মহিলা মধ্যরাতে (মঙ্গলবার) ১২টার দিকে হরিণাঘাট সংলগ্ন এলাকায় শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ সময় রোগীর আত্মীয়রা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম হাই-স্পিড বোট ও অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা মহিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অক্সিজেন সরবরাহ করে নিরাপদে সদরঘাটে পৌঁছে দেয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,”জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৩ সেপ্টেম্বর ২০২৫