আন্তর্জাতিক

সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

সুদানের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় ৪৪ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন, বাকি সবাই অক্ষত।

সোমবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুদানের উয়াও বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সুদান প্রতিনিধির বরাতে বিবিসি জানায়,বৈরি আবহাওয়ার কারণে সাউথ সুপ্রিম এয়ারলাইনসের বিমানটিতে এই দুর্ঘটনা ঘটেছে।

বিমানটিতে ৪০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন বলেও জানিয়েছে বিবিসি। ওই যাত্রী ও ক্রুদের বিমানটি জরুরী অবতরণের পরপরই আগুন লাগার আগে উদ্ধার করা হয়।

দক্ষিণ সুদানের গণমাধ্যম দ্য কুরিয়ার তাঁদের টুইটারে বিধ্বস্ত বিমানটির কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে বিমানের ধ্বংসাবশেষ ও বিমানে আগুন জ্বলতে দেখা গেছে।

দুর্ঘটনার পর দেশটির মন্ত্রী বোনা গওদনসিও জানিয়েছেন, সবাই সুস্থ আছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তেও আশ্বাস দেন তিনি।(এনটিভি)

আন্তর্জতিক ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১৬ এএম, ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার
এইউ

Share