চাঁদপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু
করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের গণপরিবহন বন্ধ রাখে সরকার। অর্থনীতির চাকা সচল রাখতে দীর্ঘ দুই মাসের বেশী সময় পর গণপরিবহন চালচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৬৭ দিন পর চাঁদপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে অাজ ছেড়ে গেল যাত্রীবাসী বাস।
১ জুন সোমবার সকল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলট, কুমিল্লা, লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস চাঁদপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। বাসে উঠার পূর্বে যাত্রীদের হাত স্যানেটাইজ করা হয়। সংক্রমণরোধে প্রতি দুই সিটে দুজনের পরিবর্তে এক জন যাত্রী নিয়ে বাস ছাড়ে। তবে নির্ধারিত ভাগার চাইতে বেশী ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেক যাত্রী।
স্বাস্থ্যবিধি মানা বা বেশী ভাড়া অাদায় হচ্ছে কিনা এসকল কিছু মনিটরিংয়ের জন্য সকাল থেকে বাস টার্মিনাল এলাকায় কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে দেখা যায়নি। আরো পড়ুন- একদিনের ব্যবধানে বদলে গেছে চাঁদপুর লঞ্চ টার্মিনালের চিত্র
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ১ জুন ২০২০