ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেন চাঁদপুর জেলা ছাত্রদল।
৮ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১টায় জেলা বিএনপি কার্যালয় প্রঙ্গনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তোমাদের জানতে হবে। তোমরা সকলে অবগত আছো আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সভায় বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের উপস্থত হয়েছো। সকলের উদ্দেশ্যে একটি কথা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রিয় নেতা তারেক রহমান যাকেই মনোনয়ন দিয়েছেন তোমরা তার পক্ষেই কাজ করবা। ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
তিনি আরো বলেন, তোমাদের পড়ালেখা করতে হবে। পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেউ কোন কাজে ফাঁকি দিবা না। পড়ালেখায় ফাঁকি দিলে রেজাল্ট খারাপ হয়। একিভাবে প্রচারণায় ফাঁকি দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। ফলাফল খারাপ হলে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারবো না। সবাইকে ধৈর্যের সাথে সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হবে। ছাত্রদল হবে আগামীদিনের রাষ্ট্র পরিচালনার একটি পার্ট। সেই পার্টে তোমরা অংশগ্রহণ করবা।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী পরিচালনায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশেকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. ফয়েজ ঢালী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খান, সাধারন সম্পাদক মো. ওমর ফারুকসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার/
৮ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur