Home / চাঁদপুর / যাকাত ধনী ও গরীব মাঝে ভারসাম্য প্রতিষ্ঠা করে
যাকাত

যাকাত ধনী ও গরীব মাঝে ভারসাম্য প্রতিষ্ঠা করে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে রমাদানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় চাঁদপুর শহরস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুফাস্সিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা’র প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান অতিথি বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির বিপরীত। সুদ ভিত্তিক অর্থনীতির মূলকথা হচ্ছে গরীবদের থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া। যার মাধ্যমে গরীব আরো গরীব এবং ধনী আরো ধনী হতে থাকে। পক্ষান্তরে যাকাত ভিত্তিক অর্থনীতির মূলকথা হচ্ছে ধনীদের থেকে নিয়ে গরীবদের দেওয়া। যার মাধ্যমে গরীব স্বাবলম্বী হয় এবং ধনীদের জীবনে ভারসাম্য ফিরে আসে।

অনুষ্ঠানে চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় শুরুতে কোরআনের দারস পেশ করেন দারুসসালাম মসজিদের খতিব মাওলানা সোহাইল আহমেদ চিশতী।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামায়াতের প্রবীণ সদস্য কাজী মুরাদ, শুরার সদস্য সফিক সেলিম, এড মামুন মিয়াজী, গোলাম মাওলা।

তিনি আরো বলেন, সরকার যদি শুধু নামাজ কায়েম এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে পারে তাহলে দেশের সিংহভাগ সমস্যা নিজে নিজেই দূর হয়ে যাবে। আর এটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রক্ষমতায় ইসলামী সরকার আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক, ২৮ ফেব্রুয়ারি ২০২৫