উপজেলা সংবাদ

যাকাত দিতে হলে পুলিশকে অবহিত করতে হবে : পুলিশ সুপার

আনোয়ারুল হক :

অসহায় ও গরিবদের মাঝে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর উদ্যোগে ঈদ সামগ্রী হিসেবে ফুড বক্স, শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়েছে।

শনিবার চাঁদপুর ক্লাবে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের পুলিশ শামসুন্নাহার বলেন, ‘আমার পেশাগত দায়িত্ব আপনাদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশের অসহায় ও দুঃস্থ মানুষকে সেবা দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে না পড়লেও নৈতিক কর্তব্যের মাঝে পড়ে। আর সেই নৈতিকতার জন্য আপনারা যেভাবে সমাজের উপকার করে যাচ্ছেন এটা সত্যি প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘ময়মনসিংহে যাকাতের কাপড় আনতে গিয়ে যে ২৭জন মানুষ প্রাণ হারিয়েছে তাদের রুহের মাগফেতার কামনা করছি এবং এই বিষয়ে আমি আপনাদের ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে চাঁদপুর জেলায় যাকাত দিতে হলে পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ বিনা স্বার্থে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে।’

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন সাকী কাউসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এহেতেশামুল হক রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের আইপিডিজি লায়ন সামছুল আলম খোকন, কেবিনেট সেক্রেটারী লায়ন বিএম ইউসুফ, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পিপি লায়ন মোস্তাক হায়দার চৌধুরী, পিপি অ্যাড. সেলিম আকবর, পিপি লায়ন জাকির হোসেন, পিপি লায়ন কাজী মাহবুবল হক, আইপিপি লায়ন মাহমুদ হাসান, আরসি হেড কোয়াটার সামিম মাহম্মুদ, আরসি লায়ন বিধান চন্দ্র সূত্রধর, আরসি লায়ন হারুন অর রশিদ, লায়ন শাকিলা আহসান, লিউ জেলা প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান রুবেল, লিউ মেহেদী, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সহ-সভাপতি লায়ন আহসান উল্লাহ খান বাতেন, লায়ন বিএম হারুন, যুগ্ম-সম্পাদক লায়ন জিকরুল আহসান, কোষাধ্যক্ষ কিশোর সিংহ রায়, পরিচালক খোরশেদ আলম বাবুল, সদস্য নির্মল সাহা, আবুল কালাম আজাদ, অহিদুজ্জামান, লায়ন অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, কামরুল হাসান প্রমুখ।

আপডেট :   বাংলাদেশ সময় : ১১:৪৩ অপরাহ্ন, ২৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ১১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share