দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের ভূমিকা হতে হবে অতন্দ্র প্রহরীর

দেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিপনীবাগ হ্যাংআউট রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ রিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হাসনাত, জেলা যুবদলের কর্ম বিষয়ক সম্পাদক আবু আহমেদ, অনুষ্ঠানের সভাপতি তো করেন সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক সুকুমার রায়, চাঁদপুর সরকারি কলেজ সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ জনি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরজিয়া মঞ্চের সভাপতি পিন্টু খান অসাধারণ সম্পাদক সোহাগ বকাউ, নূর মোহাম্মদ দেওয়ান, উজ্জল খালাসীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২১ সদস্য বিশিষ্ট ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সেই কমিটিতে আমাদের আনম এহসানুল হক মিলন ভাই ছিলেন। সেই কমিটির তিনজনই চাঁদপুরে ছিল। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তারাই করবে যারা নিয়মিত ছাত্র। অনেকে দেখা গেছে ৪-৫ সন্তানের বাপ হয়ে গেছে তারাও ছাত্রদল করতো এখন আর তা হবে না। আগামীতে যারা নিয়মিত ছাত্র তারই ধারাবাহিকতায় ছাত্রদল গঠন করা হবে। আগামীতে বয়স কম হোক সৎ ও মেধাবী ছাত্রদের কমিটিতে রাখা হবে। ইনশাআল্লাহ আমি এবং মোস্তাফা খান সফরি সৎ ও যোগ্য ছাত্রদেরকে কমিটিতে আনার চেষ্টা করব। ছাত্রদের নেতৃত্ব যারা দিবে তারা মেধাবী ছাত্রদের আবাসন ও বেতন ভাতা এবং কলেজের যেইসব বিষয়ের অসঙ্গতি আছে ওইসব বিষয়ে আন্দোলন করবে এটাই হল ছাত্র নেতাদের কাজ। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ও ছাত্ররা কাজ করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের ভুমিকা হতে হবে অতন্দ্র প্রহরীর মত।

তিনি আরো বলেন,নবনির্বাচিত প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এবং মোস্তফা খান সফরি ও ছাত্রদের পক্ষ থেকে সাংবাদিকের কাছে একটা জিনিস চাইবো, আমি যদি অন্যায় করি আমি যদি ফ্যাসিবাদী হই আপনারা আমার বিরুদ্ধে লিখবেন।

স্টাফ রিপোর্টার, ১ জানুয়ারি ২০২৪

Share