জাতীয়

যশোরে কবর থেকে ধোঁয়া উঠা নিয়ে ফের তোলপাড়! (ভিডিওসহ)

‎Sunday, ‎May ‎03, ‎2015  04:35:26 AM

বিশেষ সংবাদ :

করবের মাটি থেকে অনবরত বের হচ্ছে ধোঁয়া, শুধু তাই নয়, ধোঁয়া বের হবার সাথে সাথে কবরের মাটি এতটাই গরম হয়ে ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা কষ্টকর ছিল, বা সেখানকার মাটি হাত দিয়ে স্পর্শ করাও প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।

ঘটনাটি ঘটে যশোরের এক মহিলার কবরে।

বিবরণে জানা যায়, সারাদিন এভাবে কবরের মাটি থেকে ধোঁয়া বের হতে দেখে অনেকেই সন্দেহ করেছিল পাশ্ববর্তী বৈদ্যুতিক খাম্বার জন্য কোনকিছু ঘটতে পারে, পরবর্তীতে ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মকর্তারা পর্যবেক্ষন করে জানান, এখানে অন্যকিছু ঘটছে, বৈদ্যুতিক লাইনের কোন ত্রুটির জন্য কিছু ঘটছে না ।

জনশ্রুতি আছে কবরটি ছিল একজন দুঃশ্চিরিত্রা মহিলার, যিনি কিনা তার স্বামীর সাথে সবসময় রুঢ় আচরণ করতেন। ঘটনাটি সম্প্রতি ভিডিওটি সোস্যাল সাইটে ব্যপক আলোড়ন তুলেছে।

ভিডিওটি দেখুন এই লিংকে

Share