যশোরের শার্শায় ওয়ান শুটার পিস্তলসহ আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে শার্শার তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। সে উপজেলার শার্শা গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটক আলমগীর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে পুলিশের কাছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান চাঁদপুরটাইমসকে জানান, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোহেল রানা, শার্শা (যশোর) করেসপন্ডেন্ট
||আপডেট: ০২:৩৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur