বাংলাদেশের অন্যতম সেরা সংবাদ ভিত্তিক চ্যানেল ‘যমুনা টেলিভিশন’এর স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন স্বনামধন্য লেখক ও সাংবাদিক কাদের পলাশ। তিনি গত ১৯ ডিসেম্বর যমুনা টিভিতে যোগ দেন। সেদিন তিনি যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এসময় ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুল উপস্থিত ছিলেন।
যমুনা টিভিতে যোগদান প্রসঙ্গে কাদের পলাশ বলেন, মাঝে মাঝে যোগ্যতার জানান দিতে কর্মস্থল পরিবর্তন করাও চ্যালেঞ্জ ও উপভোগের বিষয়। আমার পেশা ও নেশা সাংবাদিকতা। সুযোগ বুঝে নয় পছন্দ করেই এ পেশায় আসা। ঝুঁকিপূর্ণ তবুও সাংবাদিকতাকে আজীবন আগলে রাখতে চাই। আমি বিশ্বাস করি যমুনা টেলিভিশন চাঁদপুরের মানুষের তথ্য জানার তৃষ্ণা মেটাতে সক্ষম হবে। আশা করছি প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিকসহ সকল পর্যায়ের মানুষ পূর্বের সহযোগিতা অব্যাহত রাখবেন।
জানা যায়, যমুনা টেলিভিশনে যোগদানের আগে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে তথা দীর্ঘ প্রায় একদশক দেশের অপর জনপ্রিয় চ্যানেল একাত্তর টিভিতে দক্ষতার সাথে চাঁদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার, দি নিউ নেশন এবং রেডিও টু’ডে এফএম ৮৯.৬ এ চাঁদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার মালিকানাধীন ও সম্পাদিত পত্রিকা স্থানীয় দৈনিক শপথ। যা প্রকাশের পর থেকে নিরবিচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রাখা ও পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
কাদের পলাশ দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে পেশাদারিত্বর সাথে সাংবাদিকতা করছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক, টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফটোজার্নালিস্ট এশোসিয়েশন এর সদস্য। কাদের পলাশ একজন কবি ও গল্পকার। ১৫ নভেম্বর ১৯৮৬ সালে কচুয়া উপজেলার বাসাবাড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে অর্থনীতিতে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। লিটলম্যাগ ত্রিনদী সম্পাদনার পাশাপাশি চাঁদপুর বেশ কিছু সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ: দীর্ঘশ্বাসের শব্দ (২০১৭), ইচ্ছেরা উড়ে গেছে (২০১৯), এবং কাব্যগ্রন্থ ‘স্মৃতির স্লোগান’ (২০২১)। এছাড়া যৌথ গবেষণা গ্রন্থ ‘বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন, যাপনে উদযাপনে ইলিশ ও বিস্মৃতির চাঁদপুর।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur