চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ পিংড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জুবায়ের ও জুনায়েদ নামক যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের সাড়ে ৫ বছর। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ পিংড়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলো প্রবাসী শরীফ খানের ছেলে।তারা বহরি শিশু একাডেমীর শিশু শ্রেণিতে পড়ত।
ওই একাডেমির প্রধান শিক্ষক মোঃ সেলিম ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টায় অন্যান্য দিনের মতো নিজ বাড়ীর পুকুরে গোসল করতে যায়। প্রায় ১ ঘন্টার মধ্যে ঘরে ফিরে না আসায় তার মা খোজতে বের হয় সন্তানদেরকে। এসে দেখে পুকুরে ভেসে আছে জুবায়ের ও জুনায়েদ। ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল বলেন, হাসপাতালে আনার অনেক আগেই যমজ দুই শিশু মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, ৩১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur