কবিতা :
শনিবার ০৬ জুন ২০১৫ : ০৭:৩৩ অপরাহ্ন
জীবনের দুঃখ বিষণ্নতা আমাকে
কুরে কুরে খাচেছ প্রতিনিয়ত
অদৃশ্য রক্তক্ষরণে মরণ নেই
শুধু মনটাকে করছে আহত।
সজ্জিত বাসরঘরে ফুল নাই
আছে দুঃখের মালা
চোখেতে স্বপ্ন নাই
বুকে কষ্টের জ্বালা।
কাক জোছনায় পূর্ণিমায় আলো নেই
আছে হতাশার আঁধার
সুখের ঝরণা নেই সেখানে
আছে কষ্টের সাঁতার।
তীক্ষ্ণ চিকন সুতোয় কাটতে পারি না
এই জীবনের ব্যথাগুলো
সুক্ষ্ণ সবুজ গালিচার মতো
ঝলমলে তুলো তুলো।
নির্বাপিত স্তব্দ শামাদানের সলতে
জলে জলে নিভে যায়
বোবা স্তব্দতার জমাটবাঁধা সুখ যত
সুদুর দিগন্তে মিলায়।
ঝিমানো তন্দ্রাচ্ছন্ন জীবনের
জলসা ঘরে একা পড়ে আছি
কেউ এসে দেখলো না কেমন
বেঁচে আছি কি মরে গেছি।
বেদনার নীল নদীতে কিছু বিবর্ণ ফুল
ভেসে ভেসে অনেক দূরে
আমায় ফেলে চলে যায় এক নিঃশব্দের
সুনসান অন্ধকার বিবরে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur