চাঁদপুর

‘যতটুকু বিদ্যুৎ ক্রয় করবেন ততটুকু ব্যবহার করতে পারবেন’

চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘বিদ্যুৎবিলের মিটারের রিডিং না দেখে ঘরে বসে বিল প্রস্তুত করা যাবে না। ভবিষৎতে বাংলাদেশে প্রিপেইড কার্ড সিস্টেম বিদ্যুৎ চালু হবে। এতে করে মিটার এবং বিলের জন্য অপেক্ষা করতে হবে না। ভবিষ্যতে সকল গ্রাহক যতটুকু বিদ্যুৎ অগ্রিম ক্রয় করবেন ততটুকু ব্যবহারের সুযোগ পাবেন।

বুধবার (১৫ মার্চ ) সকাল ১০টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে, ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি ’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি করবে সরকার।। মোবাইলে কথা বললে যেভাবে কথার ওপর টাকা কাটে ঠিক বিদ্যুৎ ও আপনার ব্যবহারের মাধ্যমে বিল হবে।’

তিনি আরো বলেন,জনগণের ভূমিকা রক্ষায় ক্যাবের দায়িত্ব রয়েছে। হোটেলগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বুঝানো ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে ভোক্তা আইন সম্পার্কে সচেতন করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবাশীষ রায়।

তিনি আরো বলেন, হোটেল গুলো কিছুটা পরিবর্তন হয়েছে। তবে আরো পরিস্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসতে হবে। যাত্রীবাহী লঞ্চগুলোতে তদারকি করতে হবে। যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে কেবিনগুলোকে পরিস্কার করে রাখতে হবে। লঞ্চে খাবার হোটেল থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারবে না। লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রিদের খাবার পানি নিশ্চিত করতে হবে। টিকিটের গায়ে মূল্য তালিকা প্রনয়ন করতে হবে। এছাড়া শহরের প্রতিটি চায়ের দোকানে ঝাড়ের পানি বিক্রি করা হয়, সেই পানি বিএসটিআইর অনুমোদন আছে কিনা তা দেখতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ সরকার।

সেমিনারে অংশগ্রহণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকিম মো. ইব্রাহীম, জেলা বিআরটিএর সহকারী পরিচালক শেখ ইমরান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচলাক সাইদ আনোয়ার, চাঁদপুর পাওর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার মো. আতাহর আলী, বিসিকেরসহ মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবু সালেহ, সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন, অধ্যাপিকা মাসুদা নূর খান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্বাস উদ্দীন, দোকান মালিক সমিতির সভাপতি মো.মেশতাক হায়দার চৌধুরী,ক্যাবের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ খান, সদস্য বিপ্লব সরকার, এ.এস. এম শফিকুর রহামন,জেলা বেকারীর মালিক সমিতি সাধারণ সম্পাদক বি.এম হারুন-অরÑরশিদ, জেলা হাডওয়্যার মালিক সমিতির সভাপতি রোজাউল করীম, রেস্তরা সমিতির সভাপতি আ. আজিজ দেওয়ান, রেস্তোঁরা মালিক সমিতির নেতা নুরুল আমিন, বাবুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক-আনোয়ারুল হক
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ৫২ পিএম, ১৫ মার্চ ২০১৭ বুধবার

এইউ

Share