চাঁদপুর শহরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রতিকার হবে কি?

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সড়কের পাশে থাকা নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও অধিকাংশ স্থানেই দেখা গেছে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখছে শহরবাসি। বিশেষ করে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ (সাবেক স্ট্যান্টরোড) পৌর ঈদগাহ মাঠের কোনে নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও দীর্ঘ কয়েক বছর ধরে তার পাশেই সড়কের উপর ময়লা-আবর্জনা ফেলছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আর এই স্থানটিতে এমন ময়লা আবর্জনা সড়কের উপর ফেলে রাখার কারণে একদিকে যেমন তার দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে এ সড়ক দিয়ে যাতায়াতকারী স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ পথচারীরাও প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

জনসচেতনতা না থাকায় এভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে একটি পরিছন্ন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তাই শহরের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বিষয়ে জনসচেতনতার পাশাপাশি যারা এভাবে পরিবেশ দূষিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ এর স্থায়ী সমাধান করবেন বলে মনে করছেন সচেতন মহল।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৮ ডিসেম্বর ২০২১

Share