চাঁদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পুরস্কার পেল চার ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে চাঁদপুরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

২৯ আগস্ট রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই পুরুস্কার বিতরণ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌশ আয়োজনে এবারের প্রতিপদ্য ছিলো ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’।

তিন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, উদ্যোগতা হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েলের স্ত্রী সামিনা রহমান, মাছের গুণগত মানের রেনু উৎপাদনে মতলব উত্তরের নিশ্চিতপুর গ্রামের মৎস্য খামারি তারেক ইমাম চৌধুরী, মাছ উৎপাদনে কচুয়ার হরিচাইল গ্রামের মৎস্য খামারি মো. মঈন উদ্দিন। এছাড়াও চাঁদপুর প্রেসক্লাবকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরওয়ার। সদর উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম সাদিক হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ আগস্ট ২০২১

Share