মৎস্য সপ্তাহ উপলক্ষে হাইমচরে সাংবাদিকদের সাথে মতবিনিময়  

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি’ এ বিষয়ে আলোকে চাঁদপুর জেলা হাইমচর উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার হাইমচর উপজেলার হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য  অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীরহাইমচর।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন  উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, কৃষি কর্মকর্তা দেবব্রত,  মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আঃ রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল,  সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু,প্রচার হাসান আল মামুন,  দপ্তর সম্পাদক শরীফ হোসেন, সাংবাদিক শাহ আলম,  মাছুম বিল্লাহ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেন, সঠিক তথ্য দিয়ে জেলে তালিকা হালনাগাদ করার জন্য সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন,মাছ চাষ করে নিজের চাহিদা পুরন করে বাজারে বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মহসিন মিয়া, মশিউর রহমান,  রুবেল হোসেন,  জাহিদ হোসেন,  সবুজ হোসেন।

প্রতিবেদকঃ মোঃ ইসমাইল, ২৮ আগস্ট ২০২১

Share