চাঁদপুর

দেশে রেজিস্টার্ডকৃত সমবায় আছে প্রায় পৌনে দুই লাখ : চাঁদপুর জেলা প্রশাসক

৪৬ তম জাতীয় সমবায় দিবস- ২০১৭ উদযাপনে চাঁদপুরে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে রেজিস্টার্ডকৃত সমবায় আছে প্রায় পৌনে দুই লাখ। এসস সমবায়ের সমবায়ীর সংখ্যা দুই কোটির উপরে। এসব সমবায়গুলোর ক্যাশ রয়েছে ২১ হাজার কোটি টাকা।

বর্তমানে সমবায়ীদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক রেখে চিন্তার অনেক পরিবর্তন হয়েছে। তা নিয়ে আমাদের ও ভাবতে হবে। সততা ও একতা ছাড়া উন্নতির শিখরে পৌঁছানো যায় না। আমাদেরকে সুদূর প্রসারী চিন্তা নিয়ে নতুন নতুন চিন্তার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।

অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর সাবেক সভাপতি আহসান উল্ল্যাহ আখন্দ, জেলা সমবায় সমিতর সাবেক সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম, বর্তমান সভাপতি মুরাদ খান, পল্লি উন্নয়ন সমবায় অধিদপ্তর এর উপ- পরিচালক জয়রাম দেব, সমবায়ী আলী এরশাদ মিয়াজি।

জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের সমবায়ীগণ উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৯:০৩ পিএম, ৪ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Share