ম্যান্স লুক জিম সেন্টারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের বিপনীবাগ সালাম মঞ্জিলে কেক কাটা উৎসব হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবির ওসি মো. আলমগীর মজুমদার।
বক্তব্যে ডিবির ওসি মো. আলমগীর মজুমদার বলেন, ২০০৯ সালে ম্যান্স লুক জিম সেন্টার প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত অত্যন্ত সুমানের সাথে এর কার্যক্রম পরিচালনা হচ্ছে। তিনি আরো বলেন, আমি ম্যান্স লুক জিম সেন্টারের একজন সদস্য। আমি প্রতিদিন অনেক যুবকদের সাথে জিমে ব্যায়াম করি। আমি মনে করি ব্যায়ামের মাধ্যমে যুব সমাজকে মাদকামুক্ত নিরাময় হতে থাকে। আবার যে সকল যুবক জিমে প্রতদিন ব্যায়াম করে, সে সকল যুবকরা মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ম্যান্স লুক জিম সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুর রহমান, সদস্য সাত্তার, হানজালা শেখ, মুন্না, তানজিল, জহির, সিয়াম, ফখরুল, বাবু, উশিলা, উপামং মার্মা, রাফি, রাজুসহ জিম সেন্টারের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur