শাহরাস্তির নোয়াগাঁও উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

চাঁদপুরের শাহরাস্তিতে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ এর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

৯ জানুয়ারি রোববার সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত এ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থীসহ ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ১০৯ ভোট পেয়ে মোঃ জুলহাস ১ম স্থান বিজয় অর্জন করেন, ১০৪ ভোট পেয়ে আব্দুল হান্নান ২য় স্থান বিজয় অর্জন করেন, ১০১ ভোট পেয়ে মোঃ মনির হোসেন (১) ৩য় স্থান বিজয় অর্জন করেন, ও ৮৯ ভোট পেয়ে মোঃ জহিরুল ইসলাম বদু ৪র্থ স্থান বিজয় অর্জন করেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান সুমন ৬৪ ভোট, মনজুর হোসেন ৫৩, মোঃ মনির হোসেন (২) ৪৮, মোঃ ইউসুফ ৪৭ভোট ও জাহাঙ্গীর হোসেন ৪৫ ভোট পানএবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে ১শ ৩১ ভোট পেয়ে নুরজাহান আক্তার নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা বেগম ৬০ ভোট পান।

নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সরকারি শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম।

নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম।
আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য দায়িত্বে ছিলেন শাহরাস্তি থানার উপ-পরিদর্শক এসআই সৈকত দাস গুপ্ত, শোয়াইব হোসাইন ও সঙ্গীয় ফোর্স

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন

Share