চাঁদপুর সদরের বালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শুক্রবার (১০ মার্চ) বেলা ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তালুকদাকে সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করেন। এ ছাড়াও ১০ সদস্য প্রস্তাব- সমর্থনের মাধ্যমে একটি পরিচালনা গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, জহিরুল ইসলাম (দাতা সদস্য), মো. ফারুক কবিরাজ, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য ডা. হারুনুর রশিদ, মহিলা অভিভাবক সদস্য বুলু বেগম, মো. মজিবুর রহামান, শিক্ষক প্রতিনিধি শফিক আহমেদ, রহিমা আক্তার।
নব-নির্বাচিত সভাপতি স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তালুকদার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ স্কুলটি চাঁদপুরের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সভাপতি হিসেবে স্কুলটির ব্যাপক পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনাই আমার কাম্য।
শিক্ষার্থী যথাযথ শিক্ষা পরিবেশ পেয়ে স্কুলের জন্যে যাতে ভালো ফলাফল বয়ে আনতে পারে সে লক্ষ্যে আমি ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কাজ করবে। শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় স্কুলটিকে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
প্রতিবেদক-আশিক বিন রহিম
।। আপডটে,বাংলাদশে সময় ০৭ : ৪৫ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার
এজি/এইউ