ব্যাটে বলে দুর্দান্ত এক সাকিবকেই দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, তার দল সানরাইজার্স হায়দরাবাদও জিতেছে সহজেই। তারপরও সাকিব আল হাসান ‘ম্যাচসেরা’ নন। কেন? বাংলাদেশি অলরাউন্ডারের চেয়েও কি ম্যাচে উজ্জ্বল ছিলেন কেউ?
বল হাতে পুরো ৪ ওভারের কোটাই পূর্ণ করেছেন সাকিব। ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। টি-টোয়েন্টি ফরমেটে এমন বোলিং তো প্রশংসা পাবারই কথা! উইকেটগুলোও লোয়ার অর্ডারের নয়। ভয়ংকর হয়ে উঠা কলকাতার ওপেনার ক্রিস লিন (৩৪ বলে ৪৯) আর চার নাম্বারে নামা সুনীল নারিনকে (৯) সাজঘরে ফিরিয়েছেন সাকিব।
এখানেই শেষ নয়। ব্যাটিংয়ে নেমে দল যখন ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে, তখন কেন উইলিয়ামসনকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৯ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন সাকিব। ২১ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসে সাকিবের চেয়ে ভালো ব্যাটিং করেছেন কে? কেন উইলিয়ামসন। ৪৪ বলে ৫০ রান করেন হায়দরাবাদ অধিনায়ক। তবে কি তিনিই ‘ম্যাচসেরা’? তিনি হলেও কথা ছিল।
ম্যাচসেরা হয়েছেন বিনি স্ট্যানলেকে। অস্ট্রেলিয়ান পেসার। ৪ ওভার বল করে সাকিবের মতোই ২১ রান দিয়ে যিনি নিয়েছেন ২টি উইকেট। উইকেট দুটি নীতিশ রানা আর আন্দ্রে রাসেলের। এরপর আর ব্যাটিংয়ের সুযোগ পাননি স্ট্যানলেকে। তবু তিনি ‘ম্যাচসেরা’।
‘ম্যাচসেরা’ হিসেবে স্ট্যানলেকের নামটি শুনে অবাক হয়েছেন অনেকেই। সাকিব ভক্তরা তো রীতিমতো ক্ষেপেছেন। কিসের নিরিখে অস্ট্রেলিয়ান পেসারকে ম্যাচের নায়ক নির্বাচিত করেছেন বিচারকরা, সেটা তারাই বলতে পারবেন। তবে বিশ্ব গণমাধ্যমের অনেক জায়গায়ই শিরোনাম ছিল, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে হায়দরাবাদের জয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur