Home / কৃষি ও গবাদি / আমন মৌসুমে রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ : কৃষি সচিব
Electric

আমন মৌসুমে রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ : কৃষি সচিব

চলমান আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিসচিব মো.সায়েদুল ইসলাম।

এছাড়া সেচের প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২৪ ঘন্টার মধ্যে তা নিশ্চিত করবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভার্চুয়ালি ‘আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণে’ করণীয় বিষয়ক সভা শেষে কৃষিসচিব এ সব কথা বলেন।

সভায় কৃষি সচিব বলেন,‘এবার আমনে আবাদের লক্ষ্যমাত্রা ৫৯ লাখ হেক্টর, যার মধ্যে ইতোমধ্যে ৪৭ লাখ হেক্টরে আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা ৭০ ভাগ ও সন্তোষজনক।

বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার শতকরা ৯৮ ভাগ অর্জিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন,‘এ মাসের মধ্যে যাতে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করা যায় এবং রোপণের পর অন্তত ৩০ দিন যাতে সেচ নিশ্চিত করা যায়,সে লক্ষ্যেই আলোচনা হয়েছে।’

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড,বাংলাদেশ বিদুুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) বলাই কৃষ্ণ হাজরা,অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশী বড়ুয়া, বিএডিসির চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক,ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সভায় আরও যেসব সিদ্ধান্ত হয় তার মধ্যে-সেচের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ডের বৃহৎ সেচ প্রকল্পগুলো চালু করা ও উপজেলা সেচ কমিটি দ্রুত সভা করে সেচের প্রয়োজনীয়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা অন্যতম।

এছাড়া আমনে বাড়তি সেচের জন্য কৃষকদের অতিরিক্ত খরচের বিষয়ে নগদ সহায়তা প্রদানের বিষয়টি কৃষি মন্ত্রণালয় বিবেচনা করছে বলেও জানানো হয়। বৃষ্টির অভাবে যারা ধানের চারা উৎপাদন করতে পারেনি, তাদেরকে কৃষি মন্ত্রণালয় থেকে বিনামূল্যে চারা প্রদান করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

২৪ আগস্ট ২০২২
এজি