বিনোদন

মাটির ঘরে তাঁত শিল্পীদের সাথে কাজ শিখেছেন মৌসুমী

সাধারণত চলচ্চিত্রের বেলায় এমনটি ঘটে। চরিত্রের প্রয়োজনে শিল্পীরা প্রস্তুতি নেন, সংশ্লিষ্ট পেশার মানুষদের সঙ্গে মেশেন। একটি টেলিছবির জন্য মৌসুমী হামিদ তৈরি হচ্ছেন সেভাবে। তাঁতী পরিবারের প্রতিনিধিত্ব করবেন তিনি।

মাটির ঘরের বারান্দায় সুতোর ববিন হাতে বসে আছেন মৌসুমী। একটি কাঠের ফ্রেমের মধ্যে লম্বা কাঠির মধ্যে সুতোর ববিনগুলো ঢুকিয়ে জানালার মতো বানাতে দেখা যাচ্ছে। কয়েকটি স্থির চিত্র দেখে বোঝা গেলো বিষয়টি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মৌসুমী জানান, ‘স্বপ্নকুহক’ টেলিছবির দৃশ্যধারণের জন্য তিনি গেছেন মানিকগঞ্জ। চরিত্রের প্রয়োজনে তিনি তাঁতীদের সঙ্গে সময় কাটাচ্ছেন। শিখছেন হাতের কাজ, কথা বলার ধরন ইত্যাদি।

তাঁতশিল্পীদের জীবনের টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘স্বপ্নকুহক’। এটি তৈরি করছেন সুমন আনোয়ার। বুধবার (২৪ আগস্ট) মানিকগঞ্জে গিয়েছেন তারা। দু’দিনে তাঁতশিল্পের বিভিন্ন কাজ শিখেছেন গল্পের নায়িকা মৌসুমী। ২৫ আগস্ট থেকে সেখানেই টেলিছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

‘স্বপ্নকুহক’ প্রসঙ্গে সুমন আনোয়ার বললেন, ‘তাঁতশিল্প আমাদের ঐতিহ্য। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এই শিল্পকে যারা লালন করছেন, তাদের জীবনযাপনের কষ্টগুলো দেখতে পাই না। এখানে মৌসুমী হামিদ আসমানী চরিত্রে অভিনয় করছেন। তাঁতী পরিবারে তার জন্ম, বিয়েও হয় একই গোত্রের মানুষের সঙ্গে।’

নওমী কামরুন বিধু রচিত ‘স্বপ্নকুহক’ টেলিছবিটি ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০মিনিটে বাংলাভিশনে প্রচার হবে। এতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, আফরান নিশো, মুনিরা মিঠু, রওনক হাসান প্রমুখ।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:২০ পিএম, ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share