চাঁদপুরের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্যাভিনেতা মরহুম মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আছর শহরের বিভিন্ন মস্জিদে মোহাম্মদ আলী স্মৃতি সংসদের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এতে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান, মরহুমের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খি, মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়ায় মরহুম মোহাম্মদ আলী, তার ভাই মরহুম হযরত আলী, পিতা মোহাম্মদ জুলফিকার আলী, মাতা বেগম সৈয়দেন্নেছাসহ সকল মৃত আত্মীয় স্বজন ও পৃথিবীর সকল মৃত মুসলমান মানুষের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বাইতুল আমিন জামে মস্জিদের পেশ ইমাম মাওলানা তোয়হা সাহেব দোয়া করতে গিয়ে বলেন মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এদেশের জন্য যুদ্ধ করে অনেক অবদান রেখে গেছেন। আজ তিনি নেই, আমরা খোদার দরবারে তার জন্য দোয়া চাই এবং তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন তার জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন।
প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur