রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা মেট্রো হাউজিংয়ে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, বাড়িটির ভেতরে এখন সুইফট (বোম ডিসপোজাল ইউনিটের তল্লাশি) চলছে। বোমা বিস্ফোরণে একজনের লাশের বডির বিভিন্ন অংশ পড়ে আছে। তবে ভেতরে কতজনের লাশ আছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি বাহিনীটি।
বাড়ির মালিক ওহাব জানিয়েছেন, দেড় মাস আগে ভ্যানচালক পরিচয় দিয়ে টিনশেড বাসা ভাড়া নিয়েছিল দুই ব্যক্তি।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকাল সোয়া ৯টার দিকে বাড়িটিতে কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করেছে।(যুগান্তর)
বার্তা কক্ষ
২৯ এপ্রিল ২০১৯