চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ মেহার গ্রামের গোলাম রসুল মিয়াজীর সুযোগ্য কন্যা মোহাইমিন সুলতানা মিভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
মিভা তাঁর পরিবারের সাথে ঢাকায় বসবাস করেন, সে ভিকারুননিসা নূন স্কুল হতে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
তাঁর পিতা গোলাম রসুল মিয়াজী পেশায় ব্যবসায়ী ও মা শিরিন সুলতানা গৃহিনী। মোহাইমিন সুলতানা মিভা পড়াশোনা ছাড়াও নানা প্রতিভার অধিকারী নানা বিষয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন।
সে টয়োটা ড্রিম কার ন্যাশনাল আর্ট কনটেস্ট ২০১৭ ‘ – এ বিজয়ী, বটতলা রংমেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৬- এ বিজয়ী, লাইফবয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৪- এ বিজয়ী, আন্তঃসাংস্কৃতিক সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ২০১৪- বাংলায় -৩য় ও ইংরেজিতে ২য়, ব্রিটিশ কাউন্সিল -বুক রিডিং কম্পিটিশন-২০১৪’ – এ তৃতীয় , ব্রিটিশ কাউন্সিল – বুক রিডিং কম্পিটিশন – ২০১৫ – এ প্রথম।
মিভার শখ বই পড়া , ছবি আঁকা। এবং বড় হয়ে মিভা প্রকৌশলী হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১০: ১০ পিএম, ১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur