চাঁদপুরের মেঘনা মোহনায় একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন (৩৫) ।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মেঘনা মোহনার রনাগোয়াল নামক স্থানে ট্রলারটি মালামাল ও ৪ জনসহ ডুবে যায়। পরে ট্রলারে থাকা ৩ জনকে নৌ পুলিশ উদ্ধার করতে পারলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি মাঝি দেলোয়ারের।
উদ্ধার বাকি ৩ জন হলেন ট্রলার শ্রমিক শরীয়তপুর জেলার ঘোষাইরহাট এলাকার মিজান ছৈয়াল (৪৫), মো. জলিল (৪০) ও হারুনুর রশিদ (৩২)। নিখোঁজ দেলোয়ার হোসেনও ঘোষাইরহাট এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া মিজান ছৈয়াল বলেন, তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও মুদি মালামাল নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। রাতে শহরের ট্রাকঘাট এলাকায় অবস্থান করেন। সকালে সেখান থেকে ডাকাতিয়া নদী হয়ে মেঘনা মোহনায় আসলে দুর্ঘটনার কবলে পড়েন। ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে মোহনা থেকে ট্রলারটি ডুবতে ডুবতে রনাগোয়াল নামক স্থান পর্যন্ত চলে যায়। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ এসে তাদের ৩ জনকে উদ্ধার করে। তবে,মাঝি দেলোয়ার পানিতে তলিয়ে যান।
চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেদওয়ান বলেন, সংবাদ পেয়ে আমরা ওই এলাকা থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করি এবং মাঝি দেলোয়ার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। উদ্ধার হওয়া ৩ শ্রমিক এখন থানায় আছেন। নিখোঁজ মাঝির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এখনো চাঁদপুরে এসে পৌঁছায়নি।
স্টাফ করেসপন্ডেট, ২০ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur