চাঁদপুরের মতলব উত্তর উপজেলর মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ পর্যন্ত এ প্রত্যাহার শেষ সময় ছিল।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন প্রার্থীরা। মনোনয়ন পত্র প্রত্যাহার করেন মোঃ রেজাউল করিম, কাজী আবু জাফর ও আব্দুল মতিন কাজী।
আগামী ১৬ মার্চ উপজেলার মোহনপুর ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। গত ১০ নভেম্বর এই ইউনিয়ন পরিষদের ৫ বারের জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক চৌধুরী বাবুল মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ১২ জন জেন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাকিলকৃত প্রার্থীদের মধ্যে ৩জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ এই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ কথা রয়েছে। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল, ২৮ ফেব্রুয়ারি ২০২৩