মতলব উত্তর

মোহনপুর ইউপির ১ কোটি ৯ লাখ টাকার বাজেট পেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৮’শ ৩৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। (২৫ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও ইউপি সচিব মো. জসিম উদ্দিনের উপস্থাপনায় উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মোহনপুর আলী আহমদ মিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এটিএম ফেরদাউস আহমেদ, উপজেলা আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, প্যানেল চেয়ারম্যান গোলাম হোসেন, নূরুল হক,

মো. বাবুল মিয়া, ইউপি সদস্য বাচ্চু মিয়া তপাদার, মোরশেদ আলম সরকার, মোহাম্মদ হোসেন, হুমায়ুন খালাসী, হোসেন প্রমাণিক, সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার, পারুল বেগম, মানসুরা হাওলাদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল হাই, সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন সরকার, অফিস সহকারী সেলিম সরকার, উপজেলা শ্রমিকলীগ নেতা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম’ ইউনিয়নের সকল স্কুলের শিক্ষক, ইমাম।

অনুষ্ঠানে শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সহ¯্রাধিক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে রাজস্ব আয় ৭ লাখ ২৩ হাজার ৩’শ টাকা ও উন্নয়ন ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ২৩ হাজার ৫শ’ ৩৬ টাকা সর্বমোট ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৮’শ ৩৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

Share