মতলব উত্তর

মোহনপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

‎Thursday, ‎May ‎21, ‎2015  10:44:52 PM

মোঃ কামাল হোসেন খান, মতলব উত্তর (চাঁদপুর):

মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম ফেরদৌস আহম্মদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলার শ্রেষ্ঠ সভাপতি, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক চৌধুরী বাবুল এবং উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন।
প্রথমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনা খেলায় মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্ধিতা করে। নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় শাওন গোল করে প্রথমে ১-০ গোলে এগিয়ে যান। এরপর খেলা শেষ হওয়ার কিছুক্ষন আগে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় রমজান গোল করে খেলায় সমতা আনেন।

শেষে ট্রাইবেকারে ২-১ গোলে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এরপর একই মাঠে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মুদাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্ধিতা করেন। এ খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। শেষে ট্রাইবেকারে নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে মুদাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এ খেলায়ও নাছিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন ওয়ার গৌরব অর্জন করেন।

ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলার শ্রেষ্ঠ সভাপতি, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম ফেরদৌস আহম্মদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/‍এএস/ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share