বেশ কিছুদিন ধরেই বোলিংটা ভালো যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটের দুই সুপার স্টার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। সব ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে।
এই দুজনের ঠিক খারাপ সময় যাচ্ছে না। যাচ্ছে ধারাবাহিকতার অভাব। সেটাও একদিন ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই হয়তো ছন্দে ফিরবেন তারা। তার আগেই আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুজন।
আইসিসির ওয়ানডে ও টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে নেই সাকিব-মুস্তাফিজ। তবে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এখন মুস্তাফিজের অবস্থান ৬ নম্বরে আর সাকিব রয়েছেন ৯ নম্বরে।
মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৯৫ এবং সাকিবের রেটিং পয়েন্ট ৬৪৮। ৭৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাম ওয়াসিম।
এদিকে অবশ্য তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টিতে ৩৪৪ পয়েন্ট নিয়ৈ সাকিবের ঠিক পরেই আছেন রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে সাকিবের পরে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (৩৩৯)। আর টেস্টে ৪২২ পয়েন্ট নিয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন সাকিবের পরবর্তী স্থানে।
স্পোর্টস ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১৮ পিএম, ২৬ জুন ২০১৭, সোমবার strong>
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur