চাঁদপুর

চাঁদপুর বড়স্টেশন মোলহেডকে পর্যটন এলাকা ঘোষণা

চাঁদপুর বড়স্টেশন মোলহেডকে পর্যটন বিকাশে ঢাকায় বেসামরিক বিমানপরিবহন পর্যটন মন্ত্রণালয় ও আন্তমন্ত্রণালয় বুধবার (৫ জুলাই) সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে চাঁদপুর জেলা প্রশাসন, পৌরসভা রেলওয়ে, পানিসম্পদ, পর্যটন কর্পোরেশন এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় মোলহেড কেন্দ্রিক পর্যটন বিকাশের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় এবং চাঁদপুরে বিশেষ পর্যটন এলাকা ঘোষণা সংক্রান্ত কাযক্রম গ্রহণ করা হয়েছে।
শীঘ্রই একটি টিম চাঁদপুর পরিদর্শন করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

আন্তমন্ত্রণালয় সভায় অংশ নেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, চাঁদপুর পৌরসভার পরিকল্পনাবিদ মো. সাজ্জাদ হোসেন ।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল চাঁদপুর মোলহেডকে বিশেষ পযটন এলাকা ঘোষণার স্বপক্ষের যুক্তি তুলে ধরেন । সেই প্রেক্ষিতে আন্তমন্ত্রনালয় এ সিদ্বান্ত নেন।

চাঁদপুরবাসীর দীঘদিনের দাবি অবশেষে পুরণ হতে যাচ্ছে। এ জন্য চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানয়েছেন চাঁদপুরের সুধীমহল।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১০ পিএম, ৫ জুলাই ২০১৭, বুধবার
এইউ

Share