সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ব্যর্থতার কারণে ক্ষোভ অভিমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।
আজ সোমবার ভারতের কেরালা রাজ্যের ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।
এ ম্যাচে মাঠে নামার আগে ঘোষণায় মামুনুল ইসলাম বলেন, বর্তমানে দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এই দল নিয়ে সামনে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর। অধিনায়ক হিসেবে আমি সব ম্যাচই হারতে চাই না। তাই ভুটান ম্যাচ দিয়ে আপাতত অধিনায়কত্বের ইতি টানছি।
মামুনুল বলেন, অধিনায়ক হিসেবে সবসময় দলের উপর আস্থা রেখে কথা বলতে হয়। কিন্তু দল বার বার হারলে তা নিজের জন্যই লজ্জাজনক।
আফগানিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের পরও মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারাকে দলের প্রতি সতীর্থদের কমিটমেন্টের অভাব উল্লেখ করে মামুনুল বলেন, আমার মনে হয়; দলের প্রতি খেলোয়াড়দের সেই নিষ্ঠা ও টান নেই। গণমাধ্যমের সামনে আমাকেই সবসময় কথা বলতে হয়। বেশ আত্মবিশ্বাস নিয়ে কথা বলি এবং কমিটমেন্ট করি। কিন্তু সেগুলো বাস্তব রূপ পায় না। ফলে ব্যর্থতা নিয়েও আমাকে কথা বলতে হয়।
স্পোর্টস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর